কবিতা - শঙ্কর বন্দ্যোপাধ্যায়
Posted in কবিতাঅর্জুন নয় বাপের নাম
মা থাকেনি পঞ্চস্বামীরঙ্গে,
তবু আমরা কেমন করে
গুপ্ত মন্ত্র জানতে পেরে
চক্রব্যূহে ঢুকেছি একসঙ্গে ।
অভিমন্যু....অভিমন্যু...
কোথায় গেলি খোকা ?!
মাগো, আমি নগর ভীড়ে
সপ্তরথী আমায় ঘিরে
ছিঁড়ে খাচ্ছে জীবন নামের পোকা ।
এখন আমি যুদ্ধরত
সারা দেহে মনে ক্ষত
আপোষহীন আবহ সংগ্রাম
ছিঁড়তে ছিঁড়তে বেঁচে আছি
কিম্বা শুধু টিকে আছি
কেন দিলে অভিমন্যু নাম !!
0 comments: