undefined
undefined
undefined
কবিতা - উদয়ন ভট্টাচার্য
Posted in কবিতাবিপদসঙ্কেতগুলি বার বার বেজে যাচ্ছে
সঙ্গমে ভেসে যাচ্ছে বস্তা বন্দী লাশ
মণিকর্ণিকায় জ্বলছে গণচিতা
সাগরে ভাসতে ভাসতে রোহিঙ্গা নারীটি জন্মভূমি স্পর্শ করলো
যুদ্ধের ছবি তুলতে গিয়ে বোমাবর্ষণে মারা গেলেন ড্যানিশ
অন্যায়ের ছবিগুলি আর দেখা যাবেনা
তুমি একা একা কোন দুর্গে বাস করবে?
পরিখা খনন কি সহজ কাজ?
আরো একটি ব্যর্থ দিন গ্রিলের দরজা দিয়ে বাইরে চলে গেল সূর্যাস্তে
এখনো কি অগোচরে শত্রুর হাতে তুলে দেবে বিষাক্ত তীর?
0 comments: