কবিতা - অঞ্জন বল
Posted in কবিতাপার্থেনন ধ্বংসের পরেও অন্ধকার ছিল পৃথিবীতে বহুকাল --
দ্রাঘিমার ব্যবচ্ছিন্ন সময়...
মানুষের যাতায়াত ...পারাপার
প্রতিটি সৌধের পাশে বসতির হাড়মাস
নিরন্তর হাত বদল শাসকের... বিধাতার।
কর্ণের রথের চাকার দৈবিক আয়োজন
দেমেত্রা খুশি হলে পৃথিবীতে বসন্ত আসে
এসবই পল্লবিত প্রাচীন উল্লাস
ইশারায় ধূলিঝড়,
অন্ধকার যবনিকা... অন্তরালে
আলোকের কারিকুরি ধ্বংসের অবশেষে।
ঠিক যেনো সোফোক্লেয়েসের 'আন্তিগোনে '
ট্র্যাজেডির মতো --
সংঘাতে , কীর্তিতে , যন্ত্রণায় ও শোকে
দীর্ঘ পথ পরিক্রমা চলে মুখোশের আড়ালে।
দেবতারা নজরে রাখে পৃথিবীর অদ্ভুত
বায়বীয় ভূগোল , নাভিশ্বাস , ভূমিক্ষয় --
বোঝে মানুষ শাসনে নেই আর
গোত্রান্তর ঘটে গেছে পাতায় শেকড়ে
পুরাকালিন নিশ্চয়তা নেই আর পৃথিবীতে
সব কিছু শিথিল নিয়মের আগলে বাঁধা
বিবর্তন ঘটে গেছে একালে।
ধন্যবাদ ঋতবাক সম্পাদকমণ্ডলীকে।
ReplyDelete