0

কবিতা - দেবাঞ্জন ব্যানার্জি

Posted in



আজ মুক্ত স্রোতের উজানটানে সব স্মৃতি ভেসে যায়, 
তবুও কেন ঢেউগুলো সব চড়ায় ধাক্কা খায়?
পাথর ভর্তি পাড়গুলো আজ নয় আর পঙ্কিল, 
আকাশের বুক চিরে ওড়ে একলা শঙ্খচিল।
নেই তো জোয়ার, শোনা যায় শুধু ভাটার দুঃখের গান, 
বাণের জলের কান্নায় তাই ভাসে নদীর প্রাণ!
গানদরিয়ায় একলা মাঝি ভাসছে মনের সুখে, 
ঢেউয়ের বওয়া চোরাবালি জমছে নদীর বুকে।
দিগন্তের শিখরে রামধনু সুতো বাঁধতো নদীর প্রাণ, 
এখন শুধু জ্বলতে থাকা চিতার পাশে একলা ফকিরের গান।
মুক্ত থাকার জ্বালায় রইলো বন্দি থাকার আশা, 
দুরন্ত স্রোতের মাঝে আজ শুধুই স্মৃতির যাওয়া আসা।
         


0 comments: