0
undefined undefined undefined

কবিতা - কৌশিক চট্টোপাধ্যায়

Posted in




কৃষ্ণবেণী, অনভ্যাসের শাড়ী
কলেজ যাওয়ার বড্ড তাড়াতাড়ি
একপেশে প্রেম, দুষ্টু দামাল হাওয়া

আমি তখন গোল্লাছুটের দলে
আড্ডা দেওয়া শীতের বিকেল হলে
দৃষ্টিপথে তোমার আসা যাওয়া

টিউশানি রোজ ৷ সকাল বেলা হতে
বিটোফেন হার্টবিটেতে ওঠে ৷
গরাদ ধরে জানলার একপাশ 

চোখে চোখে তখন দেখাশোনা
শ্বেতকরবী মেলছিলো তার ডানা ৷
সর্বনাশের মাসটা চৈত্রমাস

বৃষ্টিভেজা কদম গাছের ধারে
ক্যানভাসে এক ছবির মত করে
দূরের স্টেশন দিচ্ছিলো যে ডাক

ধূমকেতুরই মত হঠাৎ শেষ
স্বপ্নভঙ্গ ধরেছিলো তার রেশ ৷
সুখের স্মৃতি , ওটাই আমার থাক

চিলেকোঠার ঘরে আমার বাস
মেঘ ছুঁয়ে যায় ইট খসা আকাশ ৷
মায়াকাঁচে জীবন ধূসর হয়

অনেক বছর পরে হঠাৎ দেখা
সুখের পরশ, রসকলিতে আঁকা ৷
জানি আমার জীবন স্মৃতিময়

এমন করেই স্মৃতির আসা যাওয়া
জানলা দিয়ে মনখারাপী হাওয়া ৷
তারা খসা, কালো আকাশ দেখি

মেঘ জমেছে পশ্চিমে এক কোণে
বাতাস যেন বললো কানে কানে
অচিনপুরে যাওয়া বারণ নাকি ?

0 comments: