0

কবিতা - সৌম্যশঙ্কর মিত্র

Posted in
অন্বেষণ
সৌম্যশঙ্কর মিত্র

তুমি বলেছিলে,'থাকি খুব কাছাকাছি
সাদাসিধে নীল বাড়িটা সবাই চেনে,
ডাকবাক্সের গায় দেখো সাঁটা পরিচয়
আগমনকথা জানাতে রয়েছে ঘন্টা৷`

সেই থেকে শুধু খুঁজছি, খুঁজেই চলেছি
দোর থেকে দোরে ডাইনে এবং বামে,
সোজা পথ ছেড়ে অলিগলি হেঁটে অসময়
ঠিকানা হাতড়ে কেটে গেলো সারা দিনটা৷

তুমি বলেছিলে,' পেরুতে হবে না রাস্তা
তেড়ে আসা লরি, টাটাসুমো আর ভোলভো
সেখানেতো নেই; ঝাঁকড়া বকুল গাছটা
দরজার ধারে ডালে নিয়ে কাটা চাঁদিয়াল
দাঁড়িয়ে রয়েছে ভোলাতে তোমার মনটা৷
ঘরে ঢুকলেই শুনবে সেতারে মল্লার
দেখবে বকুল-গন্ধে আঁচলে তোলপাড়
সিক্ত হাওয়ায় উড়ছে সুনীল পর্দা৷`

সেই থেকে শুধু খুঁজছি,খুঁজেই চলেছি
জনঅরণ্যে ভাবছি কাকে যে বলবো--
জানেন কী করে খুঁজে পাব সেই দোরটা ?
কোন পথে গেলে মিলবে সে ডাকবাক্স ?
কোথায় হারালো না লেখা চিঠির দিস্তা ?

0 comments: