কবিতা - ঝানকু সেনগুপ্ত
Posted in কবিতাকক্ষচ্যুত হয়ে সমস্ত ভারতবর্ষের ইতিহাসে
একটি আশ্চর্য ডানা গজিয়েছে
মাটি থেকে ক্রমশ সরে যাচ্ছে।
উড়ে যাচ্ছে, আকাশ ছাড়িয়ে দিগন্তে
সূর্য ওঠার শব্দ আর নেই!
চারিদিকে অন্ধকার।
অরাজনৈতিক কোলাহলের জট খুলতে গিয়ে
আরও প্যাঁচে জড়িয়ে পড়ছি।
কোথাও একটা নামতা পড়া হচ্ছে
পন্ডিত মশাই ঝিমোচ্ছেন
নদীতে এখন ভাটার টান বলে
নৌকার পালে হাওয়া।
দুর্জনের মতে কক্ষচ্যুত হলেও
এটাই তো উন্নয়নের ছোঁয়া!
ভাল।
ReplyDelete