0
undefined undefined undefined

কবিতা - কুমকুম বৈদ্য

Posted in





ট্রেকিং এ নির্দিষ্ট গাইড কন্ট্রাক্টের
টাকা টুকু ছাড়া আলগা বকশিস
তবুও চোখের উপর ছিলনা বিশ্বাস
পাইনের শিকড় পহাড়ের নিচ অবধি গড়িয়েছে কিনা
কোথায় লুকিয়ে তারা অথবা বনের জীব
রেখেছি লুকিয়ে চিহ্ন সেই পথে
যদি ভাবো সময়তো অফুরান
হাঁটবে নিঃস্ব হাতে জীবনের এক্সপিডিশন

0 comments: