undefined
undefined
undefined
কবিতা - রূপবিলাস মণ্ডল
Posted in কবিতাশৈশব আর কৈশোর গেছে চুরি
স্বপ্ন দেখতে ভুলে গেছে যৌবন,
উদ্ভ্রান্ত এ সময়ের অভিঘাতে
স্বপ্নের এক ফেরিওয়ালা প্রয়োজন।
সে স্বপ্ন হবে মানবতা প্রতিরূপ
জীবনের তরে সঞ্জীবনীর মতো,
দুচোখে আঁকবে স্বপ্নের অঞ্জন
দূরীভূত হবে হতাশা-দুরাশা যত।
দিকে দিকে আজ বিপন্ন মানবতা
আর্ত কান্না বিষিয়েছে প্রতিদিন,
মানবতা হীন জীবন পশুর মতো
ফেরিওয়ালা করো মানবতা উড্ডীন।
গান্ধী, নেতাজী যে স্বপ্ন দেখেছিলো
সেই স্বপ্নই বয়ে নিয়ে চল তবে,
সবাইকে যদি স্বপ্ন দেখাতে পারো
দেশ জননীর স্বপ্ন সফল হবে।
যে স্বপ্ন খোঁজে জাতপাত হীন বিশ্ব
মানবতা আনো,যেখানেই খুঁজে পাও,
ঈর্ষা এবং হিংসা মুক্ত পৃথিবী,
যুদ্ধ চাই না, যুদ্ধ থামিয়ে দাও।
সাম্যের তরে এক হোক গোটা দুনিয়া
গভীর স্বপ্নে বুঁদ হয়ে থাক মন,
স্বপ্ন দেখুক শ্রমিক মজুর কৃষক
পৃথিবীটা হোক আনন্দ নিকেতন ।
0 comments: