0

কবিতা - শিশির আজম

Posted in








প্রথমেই জানা দরকার বদলটা কীসের




একেকটা রাস্তার নাম তুমি পারো বদলে দিতে
কিন্তু ওরা বদলায় না
আর ওদের খিদেও কমে না


বরং তুমি গিয়ে বসো
ওদের রাতের ক্যাফেতে


আর ক্যাফের টেবিলগুলোর মাতলামি
সহ্য করো


হ্যা মাতালদের পাল্লায় পড়ে
তুমি আবার মেঝেয় গড়াগড়ি খেয়ো না
মেঝেয়
বিয়ারের ফোঁটা
রক্তের ফোঁটা
আর জানো তো এই ফোঁটাগুলোর
রকমসকম
কোনদিনই সুবিধের না



ব্যাঙের কেত্তন



সোনালি রঙের এক ব্যাঙের লগে এখন আমি দিন গুজরান কোর্তেছি
ভাবভালোবাসা ঠোকাঠুকি মিথ্যাচার
ও ওয়েট করতে জানে ওর সহ্যশক্তি অসাধারণ
ও জানে আমার ঈষৎ উঁচাপেট বডিটা বেশিক্ষণ
ওর এ্যান্টিকিউবিক দেহের ওপর নর্তনকুর্দন চালাইতে পারবো না
ওইটা ক্লান্ত হয়া পড়বে
আর আমি আমার তেলাপোকাগুলারে ঢুকাইয়া রাখি
আমার জুতার ভেতর আমার ঘামগন্ধওলা মোজাগুলার লগে
ওকে সুশ্রী বলা যাইতেই পারে আর বিবর্তনবাদী
আর এ্যাথলেটিক
চিন্তাদর্শনে চমক আছে প্রিমিটিভিজম আছে
অরে আমি ভালোবাইসা ফেলছি
ঘৃণা করছি জানাইছি আমিও অতিভৌগলিক
বৃষ্টিতে জানলাগুলার সার্ত্রভক্তি
আমার মাথা এলোমেলো কইরা দেয়
মাথার আর কি দোষ
স্বামী বিবেকানন্দের দারস্থ হইতে পারি কিন্তু ওনার ষোড়ষী রক্ষিতা
অসুস্থ তো
নিশ্বাসের কাছে শেয়াল
এদিকে সমস্ত দেয়াল আনকোরা রং করা
মুছে যায় যাক কৌমকহন
আমি কি ফের বিয়ার ফ্যাক্টরিতে চাক্রি নিবো
ইয়ে মানে এখন আমার সর্দিটর্দি লাগে না





চোখের বালি



১|
আমি আর কুয়াশা আলটিমেটলি ঘুমাইছি
না কি ঘুমাইনাই
ভোরের ঘাসে কুকুর
ডাকতিছে কখন আমার জানা নাই




২|
ঘাসের পাশে ঘুমায়ে আছে ঘাস
সারা বিকেল নিবিড় চাষবাস
জানি বউ আমারে খুবই ভালবাসে
বউরে তাই আমি রাখি না পাশে




৩|
কিঞ্চিত কসরত কইরা বিয়ার বাগাইছি
আকাসে মেঘ নাই আকাশ চুপচাপ
জোনাকপোকা বনে
ঘাসের বুকে সাপ






নেভানো বাতির অন্ধকার সব গিলে ফেলে যদি



দীপ নিভিয়ে যাদু খেলবে --
কে সে? কে সে?
কাঁচা পালঙ ক্বড় ক্বড়া ক্বড়
পড়বে খসে।


বাকবাকুম বাঁক মাড়িয়ে
ডাকলে আমায়
লিপস্টিকের রঙ লাগালে
ফরসা জামায়।


রোদের পেটে শামুক-ঝিনুক
কাশের প্রলয়
লোভ দেখালে হাঙর-চোয়াল
সমুদ্রময়।


হিম রাত্তিরে পার হয়েছে
শেয়ালগুলো
স্বপ্ন কেবল শুধুই স্বপ্ন
জ্বলবে চুলো।


দ্বিধায় পড়লে? মানছো না কি
পালঙচ্যূতি?
আমার বাপু এতেই জীবন
এ-ই বিভূতি।


সকল বিন্দুই কুমড়োতলা
অমানবিক লোহার শলা।






ভিখিরিপনা



নগ্ন অপরিচিত দুজন
শয়তানের দাগানো আয়নার সামনে
আত্মত্যাগের কথা
তোতলানো নখেরা কী বলবে কাকে বলবে


দুটো পবিত্র প্রাণি
১|| গরু
২|| শুয়োর
দুটোই যৌন আচরণে মানুষের সমধর্মী


ঝিনুকের খোলের ভিতর পোড়া মাংসের সৎকার
সমুদ্র শোনা
একটাও ভিখিরি নেই
যে লোভাতুর চোখে তাকায় পৃথিবীর দিকে


এই প্রতিজ্ঞাই করেছিলাম
যে আমরা মরবো
আর বাড়ি ফিরবো

যথার্থ শয়তানের মতো

0 comments: