কবিতা - ইন্দ্রাণী সরকার
Posted in কবিতামেঘেদের ভেসে থাকা বিকেলে ডুবে যাই নীরব মায়ায়
ধূসর আকাশে তখনো আলোর রূপময় ঝলকানি
মাটিতে কত শত ফুলেদের বৈচিত্র্যময় সমাবেশ
আকাশের কালো ছায়া গাঢ় হয়ে পড়ে নদীর বুকে
পাখিরা বিচিত্র শব্দ করতে করতে উড়ে যায় নীড়ে
আমার একাকীত্ব নির্জন হয়ে আসে ধীরে ধীরে
এই সব সুন্দর মুহূর্তে কবিতারা চুপিচুপি কথা বলে
আমি মোহিত হয়ে পড়ি প্রকৃতির সান্ধ্যকালীন আবেশে



0 comments: