প্রবন্ধ - হিন্দোল ভট্টাচার্য
Posted in প্রবন্ধমৃত্যুর আগে মানুষের শেষ কিছু নি:শ্বাসের মতো যে লেখা লিখিত হয়, তাকে বোঝার চেষ্টা করি। বিড়বিড় বিড়বিড় করে প্রতিবাদ হয় না, আমি এ কথা মানি না।অসুন্দরের সামনে সুন্দরই হল প্রতিবাদ।নিষ্ঠুরতার সামনে প্রেম। ধর্ষণের সামনে আদর।
এ পৃথিবী খুব সুন্দর। তাকে যারা নরক বানিয়ে রেখেছে, তারা মৃত্যুকে জানে না। এক মুহূর্তে এই সমগ্র জগৎ থেকে তুমি হারিয়ে যাবে। এক মুহূর্তের মধ্যে তোমার গর্ব, অহঙ্কার, ইন্দ্রিয়সুখ, হিংসা, হিংসে, ক্ষমতা, লোভ হারিয়ে যাবে। হারিয়ে যাবে তোমার খ্যাতি, যশ, চালাকি আর যুদ্ধগুলো।
মৃত্যুর আগে মানুষের শেষ কিছু নিঃশ্বাসের মতো, মৃতপ্রায় মানুষের বাঁচার আকুতির মতো আরও কয়েকদিন থেকে যাওয়া যাক।
মৃত দেহ পড়ে আছে। মানুষ মানুষকে অপমান করছে, হত্যা করছে। পড়ে আছে গাছের কাটা দেহ। মাটির উপর রক্ত। ধানগাছের গায়ে রক্ত, লোভ বমি করতে করতে মানুষ ভাবছে তারা মৃত্যুর চেয়েও দীর্ঘস্থায়ী।
সব ক্ষমতাই ক্ষণস্থায়ী। ক্ষণস্থায়ী সব দেশ। সব ধর্ম।
শূন্যতার দিকে তাকিয়ে থাকা ছাড়া এ জীবনের কিছুই থাকে না। ক্ষমতা, ইতিহাসের এক একটি মূর্খ অধ্যায় ছাড়া আর কিছু না।
আসল কথা হল মানুষের প্রতিরোধ। সংগ্রাম। যুদ্ধ।
গুহামানবের মতো, আসুন আদর করি আমরা একে অপরকে। মৃত্যুকে সামনে রেখে, আসুন, একটা গান গাওয়া যাক।ভালোবাসার গান।
মানুষ মানুষের হাত ধরে আছে,, এতেই প্রমাণিত, তুমি হেরে গেছ। এসো, হাত ধরো মানুষের। একবুক শ্বাস নাও। নক্ষত্রের দিকে তাকাও। গাছের দিকে তাকাও। রোদের দিকে তাকাও।
তুমি যত ভোগ করতে পারো, তার অনেক বেশি ত্যাগ করতে পারো বন্ধু।
0 comments: