0
undefined undefined undefined

কবিতা - রুমঝুম ভট্টাচার্য

Posted in





বুকের বাস্প জমে জমে
মেঘ হয়ে উড়ে গেলো যেই
তাই দেখে এক কবি
বিপন্নবোধ করে ভারি।
যদি বৃষ্টি নামে?
দুঃখ নাকি ছেলের হাতের মোয়া
হাটে বিকোয় এক টাকা দামে!
দুঃখ আসলে গভীর প্রশ্বাসের মতো
বুকে টেনে নিয়ে রক্তে মিশিয়ে
কোষের ছন্দে ও পতনে
সাইটোপ্লাজমে অন্ত্যমিলের
কবিতা লিখে চলে, বেদনার
সহ্যের, চরমের সে কবিতাই
তো বৃষ্টির আর এক নাম।

0 comments: