0

কবিতা - কুমকুম বৈদ্য

Posted in






ভীষণ একটা এক্সপেক্টেশন মনে মনে রোজ চাষ করে চলি
মনে মনে ভেবে চলি একজন মানুষকে, যে ঠিক আমার মনের মত
ভীষণ চার্মিং হীরো, কিন্তু একাগ্রচিত্তে শুধু আমার প্রতিই মনোযোগী
কাজকর্ম তুড়ি দিয়ে মেটাবে, পারসোনালিটিতে এমন হবে
প্রচন্ড জরুরী মিটিংএ বসে ও আমার ফোন ধরে ধৈর্য্য ধরে আমার পাগলামী শুনবে
সব কাজ ফেলে, কারণ আমি হব তার ফাস্ট প্রায়োরিটি
এমন এক পুরুষ যার সুঠাম দেহ, আকৃষ্ট করবে বহু নারীকে
তবে সে কিন্তু একাগ্র আমাতে, ষে আমি যতই মুটিয়ে যাই অযথা ফাস্টফুড খেয়ে
আলমারিতে রেখে দেবে হাত খরচের টাকা অফুরান
আর আমি সকাল থেকে উঠে আলস্য ভরে ক্যানভাসে আঁকতে বসব তার ছবি
সেই ছবি থাকবে মিউজিয়ামে, মোনালিসার ঠিক পাশে
এমনটা অমি নয় শুধু , আসলে যারা আমার মত ক্রিপিং প্লান্ট
মনে মনে সব্বাই পুরুষতান্ত্রিক

0 comments: