0

সম্পাদকীয়

Posted in



সম্পাদকীয়

শেষ পর্যন্ত বহু প্রতীক্ষিত সেই ঘোষণাটি হল। বইমেলা পিছিয়ে যাচ্ছে একমাস প্রায়। ৩১ জানুয়ারির পরিবর্তে শুরু হবে ২৮ ফেব্রুয়ারি। এমন যে হতে পারে, এ নিয়ে সন্দেহের অবকাশ প্রায় ছিল না বললেই হয়। সংক্রমণের ঊর্ধ্বমুখী ধারা যদিও এই মুহূর্তে একটু থমকে রয়েছে, তবুও এর মধ্যেই এই আয়োজন করা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছিল একাধিক। সেসবের মধ্যে না ঢুকে একথা হয়ত নিঃসংশয়েই বলা যায়, এই ভালো হল।

আমরা যখন বইমেলার জন্য চূড়ান্ত প্রস্তুতিতে ব্যস্ত থাকব, অনেকগুলি রাজ্যে ঘনিয়ে আসবে নির্বাচন। আগামী দিনে ভারতবর্ষের চেহারা কেমন হতে যাচ্ছে, তার রূপরেখা অনেকটাই নির্দিষ্ট করে দেবে আসন্ন এই গণতন্ত্রের উৎসব। এই বছরটি আবার স্বাধীনতার ৭৫ বছর পূর্তির মহাক্ষণ। আমাদের স্বাধীনতা পরিণত হয়েছে, এমন কথা বলার সময় কি এখনও এসেছে? বলতে পারি কি, অনেক রক্তের বিনিময়ে যে স্বাধীনতা এল, তা আমাদের প্রকৃত স্বাধীন করেছে? আমরা হয়ে উঠেছি এক প্রাচীন সভ্যতার উত্তরাধিকারী? আসুন উত্তর খুঁজি আমরা!

শুভেচ্ছা অফুরান!

0 comments: