Next
Previous
0

কবিতা - ইন্দ্রাণী সরকার

Posted in

 

দু’হাতে আগাছা কাঁটালতা সরাতে সরাতে
পথ পেরিয়ে চলে যাই
পা ক্ষত-বিক্ষত হতে থাকে,
ছড়ে যাওয়ার দাগ এখানে ওখানে।

পাশে একটি জংলী বিলে পদ্ম ভেসে আছে
জলের মৃদু আঘাতে চমকে যাওয়া পদ্ম পাতার দল
একফালি রোদ্দুরে চিকচিক করে।

অরণ্য মুছে দেয় সব একাকীত্ব
গাছের পাখি, ফুলের পাপড়ি, প্রজাপতির রং
মিলেমিশে একাকার হয়ে যায়।