0

কবিতা - নীপা সেনগুপ্ত

Posted in






' মরুবিজয়ের কেতন উড়াও হে শূন্যে…'

হৃদয় যে সব রুক্ষ ধূ ধূ, মরুভূমি আজ।
সেই মরুতেই পুঁতবে চলো একটি চারাগাছ।
হৃদয় যে সব রুক্ষ ধূ ধূ, মরুভূমি আজ।

বাড়ুক যত্নে সেই চারাটি, ছড়াক ফুলের ঘ্রাণ
মনের আঁধি কাটবে যতই, ভরবে আলোয় প্রাণ।
বাড়ুক যত্নে সেই চারাটি ছড়াক ফুলের ঘ্রাণ।

আর কতদিন! মরেও এমন বেঁচে থাকার ভান!
'একটি গাছ ও একটি প্রাণ'-র মিথ্যেই স্লোগান।
আর কতদিন! মরেও এমন বেঁচে থাকার ভান!

ফিরুক সুরে বিশ্বজুড়ে বেসুর যত প্রাণ,
ধূসর মনকে সবুজ করো, তবেই পরিত্রাণ।
ফেরাও সুরে বিশ্বজুড়ে বেসুর যত প্রাণ।

মনুষ্যত্বে সজীব, স্নিগ্ধ জীবনের স্পন্দন,
তোলো জীবনের স্পন্দন।
তারই হাত ধরে উঠবেই গড়ে বিশ্ব বনবিতান।

0 comments: