0

কবিতাঃ শ্যামল সরকার

Posted in


কবিতা



ভ্রমন
শ্যামল সরকার




আমার ডানার বল কমে আসছে
কি করে উড়ব এত গভীর আকাশ
এখানে তারাদের নাগাল বরং সহজতর
মনের ভেতর খানিকটা আলো জমিয়ে ফেলেছি ইতিমধ্যে
সাদা আলোর গোপন গভীরে লুকিয়ে আছে কালো রাত্রিমুখ
জিরিয়ে নেবার জন্যেই
ধমনীর ভেতর অবিরাম বইছে রক্তস্রোত
ক্রমশ ডানা ভারী হয়ে আসছে
এত বৃহৎ নীলিমায়।

অজস্র ওড়া বাকী -----

0 comments: