কবিতাঃ শ্যামল সরকার



কবিতা



ভ্রমন
শ্যামল সরকার




আমার ডানার বল কমে আসছে
কি করে উড়ব এত গভীর আকাশ
এখানে তারাদের নাগাল বরং সহজতর
মনের ভেতর খানিকটা আলো জমিয়ে ফেলেছি ইতিমধ্যে
সাদা আলোর গোপন গভীরে লুকিয়ে আছে কালো রাত্রিমুখ
জিরিয়ে নেবার জন্যেই
ধমনীর ভেতর অবিরাম বইছে রক্তস্রোত
ক্রমশ ডানা ভারী হয়ে আসছে
এত বৃহৎ নীলিমায়।

অজস্র ওড়া বাকী -----

No comments:

Post a Comment