বললাম – ‘ভাল’, আর
সত্যিই সুস্থ বোধ করলাম ।
জলতরঙ্গের মত হেসে বললে
- ‘অমনি মিথ্যে কথা’
ঠিক তখনই কার্নিশে পায়রাগুলোর
এলোপাথাড়ি স্বর-সঙ্গম,
আমার পাণ্ডুর মুখের হাসি দেখতে পেলে না ।
তারপর ঘন অভিমানী মেঘ আর অঝোর শ্রাবণ
‘আমায় কেউ খবর দেয়নি’ ।
বললাম – ‘খুব মনে পড়ছিল তোমায়’
আকাশে তখন অবিশ্বাসী প্রশ্নবোধক চিহ্ন
উত্তর করলাম –
‘দুর্গত হলেই তো মানুষ বন্ধু খোঁজে’
মেঘের বুক চিরে একমুঠো ঝিলমিলে রোদ
‘মিথ্যে কথায় তোমার আজও জুড়ি নেই’
আবার পায়রাগুলো গেয়ে উঠল বৃন্দগান
আমার পাণ্ডুর মুখের হাসি দেখতে পেলে না ।
বললাম – ‘তোমায় দেখে ভাল লাগছে’
বললে – ওমা, টেলিফোনে দেখা যাচ্ছে বুঝি’ !!
বললাম – ‘হ্যাঁ, আমি পাই’
আবার ঝর্ণা হাসি, এবং – ‘মিথ্যুক’ ।
আমার পাণ্ডুর মুখের ভাললাগা হাসি
তুমি দেখতেই পেলে না ।
No comments:
Post a Comment