কবিতা - কুমকুম বৈদ্য







একটা মজা পুকুরের সাথে মাঝে মধ্যে
নদীর গল্প করতে যাই
টিলার কাছে পাহাড়ের গল্প
আমার কাছে আরেক আমির গল্প
বলে যাই অনর্গল চুপিসাড়ে
নদীর কাছে যাই পুকুর ভাসান দিতে
পাহাড়ের পায়ের কাছে যাই

নিজের কাছে যাই ফেরার আগে
যেতেই হয় হিসাব মিলাতে

No comments:

Post a Comment