কবিতা - ঝানকু সেনগুপ্ত






একসময় তুমি হেঁটে গেলে সামনের মাঠে জ্যোৎস্না নামতো।
জোয়ারে ভেসে যেত নদী।
পল্লবিত হাওয়ায় রোদ্দুর।
তুমি হেঁটে গেলে আরও কত কী যে।
এখন এই অন্ধকারে ভালোবাসা পাশে বসলেও

ছায়া পড়ে না !


No comments:

Post a Comment