কবিতা - কৌশিক চট্টোপাধ্যায়


সমুদ্র ক্লান্তিহীন, ঢেউ মিশে যায় দিক চক্রবালে ৷
সমুদ্র কী অনতিক্রম্য? বেলা শেষে নোনা জলে ক্লান্ত ধীবর ৷
দূরে গেল -কাছাকাছি ছিল যারা, ছুঁড়ে ফেলা ভাঙা ঝিনুকেরা ৷
মলিন উৎসবে আজ সমাপিকা ক্রিয়া, ভুলে গেছে দয়িত -দয়িতা ৷
আলিঙ্গন স্বার্থগন্ধী, রুদ্ধ ঐ নির্মাণ ধ্বনি ...
সময় রেখেছে হাত, ঢেউয়ের মতই আজ তুমি অপহৃতা ৷

ডাক দেয় ঝাউবন...লংরুট...শাড়ীর শরীর ৷
নোনা গন্ধে ভাসে ধীবর কিশোর...
গলুইয়ের ক্যানভাসে অশরীরী ছায়া
শুধু দুখ-জাগানিয়া তীরে স্বপ্নে বিভোর৷

পুরুষ জেনেছে সেই সমুদ্র রাখা আছে যত্নেতে-ছেঁড়া তমসুকে, 
দীঘল চোখেতে আর আকাশের গায়ে
নারী শুধু কথা বলে, হয়ে ওঠা গানে ...
ওঠে ঝড় লোহিত কণায়, জানা কথা একদিন ঝড় থেমে যায় ৷

1 comment:

  1. খুব সুন্দর এই সমুদ্র যাত্রা ।

    ReplyDelete