তুমি বলেছিলে, 'একটু দাঁড়াও, আসছি;
ফিরে এসে ঠিক তোমাকেই ভালোবাসছি৷
হাতে বহু কাজ শেষ করতেই হবে--
তুমি এইখানে অপেক্ষা কর তবে৷`
সেই থেকে পথে দাঁড়িয়ে রয়েছি ঠায়--
বৃষ্টিবাদলে,মানুষের ঢলে, গাড়িঘোড়া-রিক্সায়৷
দিন শেষ হল, শুনশান পথে হাওয়ারা
বন্ধ দুয়ারে উঁকি দেয়,চাওয়া-পাওয়ারা
দিনের হিসেব মিলায় সেখানে বিছানায়৷
আমি একা পথে সারমেয়দের তাড়নায়,
মশার কামড়, মাতালের প্রেম সামলে
পুলিসের জেরা, গীর্জার ঘড়ি থামলে
তখনও দাঁড়িয়ে৷ বিশ্বাস করো রাগিনি
ভীষণ ব্যস্ত --জানি তাই কথা রাখোনি৷
No comments:
Post a Comment