কবিতা - ইন্দ্রাণী সরকার





তোমার স্মৃতি নিয়ে বসে আছি
আর কোনো দুঃখ নেই, শব্দ নেই
তোমার কষ্টগুলো নতুন করে
অনুভব করতে গিয়ে দুঃখহারা হয়েছি
তোমার দুটি চোখ যেন করুণ দুটি তারা
আলোর অভাবে এবার নিভে যাবে
আমার মায়া হয়, চোখে জল এসে পড়ে
আর কত কষ্ট তোমার বুকে,
খুব জানতে ইচ্ছে করে, ,
না কি শুধুই শূন্যতা?
মলিন দুঃখ নিয়ে হাসিমুখে চেয়ে থাকি 




No comments:

Post a Comment