সহজ গানে আসে
তুষকথাএকলা হওয়ার বাতিস্তম্ভ
হাতপাখায় নবীকরণ
প্রাচীরে নবীন শ্যাওলা
অসমাপ্ত ভিড়
প্রবীণা হারায় মোহ
নিমগ্ন মেঘ
তবু, প্রদাহ
প্রবাহ
ঘুরে আসে প্রেক্ষাগৃহ
অবিরত অহরহ
কোন ইতিকথা নেই সংকলনে
অবাক সিঞ্চন প্রথা
বৈঠা রেখেছি দুয়ারে
জলে পরিপাটি জোছনা।
অসমাপ্ত ভিড়
প্রবীণা হারায় মোহ
নিমগ্ন মেঘ
তবু, প্রদাহ
প্রবাহ
ঘুরে আসে প্রেক্ষাগৃহ
অবিরত অহরহ
কোন ইতিকথা নেই সংকলনে
অবাক সিঞ্চন প্রথা
বৈঠা রেখেছি দুয়ারে
জলে পরিপাটি জোছনা।
No comments:
Post a Comment