কবিতা - বিমল মণ্ডল

 

সস্নেহে ক্ষুদ্র বসন্তের বেলায়
মাথার পরে সূর্য ভীড় করে
তোমার হাসির খোরাক
ক্রমশ আমার হৃদয়ে...

সারাদিন সাদা চোখে কৃত্রিমতা
কখনো ছায়া হয়ে কথা বলে
পৃথিবীর সমস্ত প্রেমের প্রতীকী তুমি
জেগে থাকা সময় ঘড়ির চোখে

তোমার প্রসারিত হাতের ভেতর
আমার ভালোবাসা লেগে আছে।

No comments:

Post a Comment