কবিতা - কুমকুম বৈদ্য

 

জ্যোৎস্না ছুঁয়ে দেখতে ইচ্ছে করে না আজকাল
দেখতে ইচ্ছে করে না সকাল বিকেল বিলাসবহুল ভ্রমণের আপডেট
তারিয়ে তারিয়ে আচার খেতে খেতে টিভিটা অন করতেই
টাটকা লাশের খবর
পরিবেশনের কি চমৎকার ভঙ্গী
হার মানাবে মাথা খাটিয়ে তৈরি করা কালজয়ী হরর মুভি
আমার চিলেকোঠার দিন শেষ হয়ে গেছে
কবিতার খাতায় আর দুটো মাত্র পৃষ্ঠা বাকি
ভাবছি ছিঁড়ে কুটিকুটি করে ফেলে দেব ছাদের উপর থেকে
শুধুমাত্র সাদা দুই পৃষ্ঠাতে লিখে রেখে যাবো
আমরা সব ছিলাম অন্ধ বিপন্ন আর হিংস্র, তাই হয়ে উঠেছিলাম নরখাদক
আগামীদিনের পবিত্র মানুষ মুছে দিয়ো আমাদের উদাহরণ

No comments:

Post a Comment