কবিতা - মানস ঘোষ


ফ্লাইওভারের চড়াই বেয়ে
ওঠার চেষ্টা করছিল ওরা,
ওরা দুজন - অস্থিহীন কাঠামোর মতো
আপাতদৃষ্টিতে মনে হতে পারে শতাব্দীপ্রাচীন
শুঁড়িখানা ফেরত দুই স্খলিত আত্মা,
একজনের হাতে কুড়ুল অন্যজনের বেলচা
কাঠ চেরা, মাটি সরানোর শ্রান্ত হাতিয়ার।


নেমে আসা বুলডোজারের তীব্র আলোয় স্পষ্ট হল
সামনের গলা পিচে
লাঙ্গল ও হাতুড়ির মৃত জলছবি।

No comments:

Post a Comment