কবিতা - কল্লোল চৌধুরী





অস্থির পায়চারি ছেড়ে একদিন হাঁটতে বেরোই 
এক আশ্চর্য অরণ্যে 
এই অরণ্য এমন ধাতব নৈঃশব্দ নিয়ে কোনদিন দাঁড়ায় না 
এই অরণ্য আমার একাকী আদিম আনন্দ 
ছিঁড়ে ফেলি শব্দজাল হাঁটতে থাকি আরও গভীর অরণ্যে 
এই অরণ্যে বৃষ্টি নামানো যায় ইচ্ছেমত 
মল্লার আপনিই বাজে 
গাছে গাছে দুলতে থাকে কবিতা 
সূর্যের আলো এখানে মুসাফিরের মত 
কখনো বিশ্রাম নিতে দুদন্ড জিরোয় 
দিবারাত্রির বিচিত্র সখ্যতা নিয়ে এই অরণ্য অন্য ভূগোলে
এই অরণ্য আমার ইনকা সভ্যতা 
এই অরণ্য আমারই 
আমিই কলম্বাস 
আমিই নিষ্ঠুর পিজারো 
এই অরণ্যের আমিই আলেকজান্ডার সেলকার্ক 
এই বনানীতে আমি বারেবারে দেখি 
কৃষ্ণসার দেবদারু, রুদ্রাক্ষ-ফল গড়াগড়ি দেয় শব্দের মত 
এক পৃথিবীর গভীর অসুখে আমি অরণ্যে যাই 
যেখানে সব দূরত্ব ঘুচে যায় 
শিকড়ের আবাল্য প্রণয়ে।

3 comments:

  1. অপূর্ব লেখা

    ReplyDelete
  2. Jongol r nijer sathe tulona gulo sotti ii osamanno hoyeche ❤
    R o lekhar opekhkhai thaklam

    ReplyDelete