ঝড় শেষে ফেলে আসা ধুলোয় ওড়ে ধুপছায়া মুখবয়ব! চোখের মণিতে ঠাণ্ডা বৃষ্টির সাথে ঝরে কথার শাপলা সময়শূন্য! দূর অতীত কারও কথা বলে....
শরৎ শিশিরে লুকিয়ে রেখেছি চোখের বাষ্প, তাই পদ্মপাতার ফোঁটা ফোঁটা হীরের টোপর যাচি না। আত্মার আকুতি রাখি না দেবত্বের পদপ্রান্তে...
যুগল স্মৃতির রাতে হাস্নুহানা একে একে নেশার মত ফোটে! প্রণয়ের ইতিহাস জানত জোনাক জ্বলা রাত আর পর্দানশীন চাঁদ...
ফিনিক্স রোজ নতুন করে লেখে জন্ম মৃত্যুর আলেখ্য! ভিজে স্বপ্নরা আত্মঘাতী হয়! জলপদ্য পড়ে ব্রাহ্মমুহূর্তে....
আগুন ফিরিয়ে দেয় ভ্রূণ। জীবনচক্র চলে, চলতেই থাকে! মহাশূন্য জাগ্রত বুকে। হেঁটে যাই প্রতিপদ রাত্রির পথ। আমার কোন কামনা নেই।
দেনা বাড়ে রোজ। স্বপ্নে জন্ম, স্বপ্নে মৃত্যু অগণিত আত্মার! আমার বোধি প্রাপ্তি হয়েছে...
জ্যোৎস্না আঁচল ছুঁয়ে হিমায়িত অন্ধকার ডুব দেয় শীতল উপত্যকায়! ফসফরাসের সবুজাভ আলোয় দিকভ্রমে ছুটি গহীন পথে...
অনুভবে বিনম্র অনুরাগ ছুঁয়ে, ক্লান্তি মুছে স্পর্শের একান্ত ইচ্ছায় ছন্দময়তায় কেঁপে ওঠে হাত! গভীর নিঃশ্বাসের অস্তিত্ব খোঁজে সায়াহ্ন! নিদ্রালসা চোখ প্রহর গোনে ...
No comments:
Post a Comment