প্রকাশ্যেই রাখি দেশলাই
চিরজীবী হোক বিস্ফোরণ
ঘুড়িওড়া দুপুর
এসে গেছে
সকালের সন্ধ্যে
বিলম্বিত লয়ে
দহনে যেতে পারে
মা
তবু, তুমি চক্ষুষ্মান বলে
দেখতে পাও না
সাদা মেঘের আগুন
কিম্বা অধিক সেয়ানা বলে
ধরে রাখতে চাও বাজারদর
কিম্বা মাতাল সোহাগে
মৃত্যুর অনেক আগে
ধরে রাখো ক্লান্তির জনসমাগম
বিধাতার কল্যাণে
তুমি তাই করো
যা আমি করি না
চিরজীবী বিস্ফোরণ।
No comments:
Post a Comment