কবিতা - মেঘ বসু





ঝুপ করে নেমে আসা
অন্ধকারের মতো একা মন
আমাকে নামালো
খনির ভেতরে
মধ্যরাতে কেউ নেই
সমস্ত শ্রমিক, ঘুমিয়ে পড়েছে
পাতালের জলে ডুবে যেতে যেতে
কুড়িয়ে ফিরছি... মৃত তারা,
ভেঙে যাওয়া আলো, আর...

পরিবারহীন শ্রমিকের
স্বেদ, ক্লান্তি...

                  বিপুল বিরহ !

No comments:

Post a Comment