কবিতা - বিমল মণ্ডল







আমি দাঁড়িয়ে আছি
ভাঙা মেঘের বৃত্তের ভেতর
আমি বৃষ্টি মাখি সারা রাত

গভীর অন্ধকার রাতে
একমাত্র আমিই জেগে রয়েছি
কালো স্বপ্নের ভেতর

আমার এই একাকিত্ব দেখে
পিছু পিছু ধেয়ে আসা
সদ্য ডুবে যাওয়া একক মানুষ।

No comments:

Post a Comment