কবিতা - কুমকুম বৈদ্য












লক্ষ্মী পেঁচা ভ্রমে শস্যাগার পেঁচা পুষছিলে মহানন্দ
যেদিন বুঝলে  তো লক্ষ্মীর বাহন নয়
তুমি বাঁচলে বন্য়প্রাণী সংরক্ষণ আইনের হাত থেকে
স্বাধীনতা পুনঃবহাল হল উভয়ত
.
তোমার ইচ্ছাধীন অনুভূতি , তোমার ইচ্ছাধীন মন
যে দাঁড়ে তুমি দোল খাচ্ছিলে সানন্দে
প্যাঁচার মোহিনী ডাকে মোহরের খঞ্জনী
পায়ে পড়েছিলে স্বেচ্ছা বেড়ি
সে শিকল বলে দিয়েছিল স্পষ্ট
এই অর্থ গত প্রেমে তুমি পরাধীন
প্যাঁচা আউড়ে ছিল বিধিবদ্ধ সতর্কীকরণ
এই দাঁড়ে স্বাধীনতার হাওয়া হানিকারক
সে প্যাঁচা মোহময় রাতের কুটুম্বিতায়
তোমার কানে এঁটেছিল কুলুপ
নিশাচর শিকারির দিনের খিদে, ছিন্নভিন্ন তীক্ষ্ণ নখ রে
আগুন ওষ্ঠে পুড়ে ছারখার তোমার হৃৎপিণ্ড
.
শেষমেশ তুমি বেঁচে গেলে নক্ষত্রীয় চক্রান্তে
অন্য এক গ্য়ালাক্সির এলিয়ান চাঁদ
প্য়াঁচাটাকে আমন্ত্রণ জানালো স্বর্গীয় ডেটের
তুমি মুক্ত হলে দীর্ঘদিনের শিকল, ভোর ছুঁয়ে দিল চোখের পাতা

No comments:

Post a Comment