কবিতা - সুমন্ত চট্টোপাধ্যায়



মূল আকর্ষণটা মাঝখানেই থাকে বন্ধু,
তা সে বুদ্ধের পথ-ই হোক, বার্গার বা
ভাইব্রেটর-সুখে প্রমত্ত কোনও নারীশরীর:
এই ভেবে জীবনটা কাটিয়ে যেতে যেতেই
উপলব্ধি এসে বল ছিনিয়ে নেয় পা থেকে!

আক্ষেপ, মানে এত আক্ষেপ, সিরিয়াসলি!
অপ্রাপ্তি বাধ্য করে ফ্লাইওভার থেকে নীচে তাকাতে,
ছুঁয়ে দেখতে ধারালো ব্লেডের কিনারা।
কেউ বুঝতেও পারে না কিভাবে আঁধার-সান্নিধ্য
পেয়ে বসছে এই টলমলে সময়ের শাঁসে।

রাতের মিডস্ক্রীন জুড়ে ভেসে উঠলো যাদের নাম
তারা যেন হেসে ওঠে কোথাও,
নতুন নক্ষত্রের আশায়।
মাঝপথে চায়ের ভাঁড় হাতে দাঁড়িয়ে রইলো কেউ
গতজন্মের দাগ আর কমতে থাকা ইন্টারেস্ট নিয়ে।

No comments:

Post a Comment