কবিতা - পল্লববরন পাল



জন্ম আর মৃত্যুর মাঝখানে
পেটের মধ্যে মুখ গুঁজে
ফুটপাথে ঝিমোতে ঝিমোতে
লেজের সিসি ক্যামেরায়
পিচুটিক্লান্তিতে অন্ধকার দেখা চোখ
ঘুরিয়ে ঘুরিয়ে বাড়ির রাস্তা খুঁজছিলো 

একটা আটবছরের গণগণে দুপুর


রাষ্ট্রের কাঁসরঘন্টায়

বিসর্জন বাজাতে বাজাতে
তেলেঙ্গানা থেকে ছত্তিশগড়
প্রায় সাড়ে চারশো কিলোমিটার লম্বা
রবার্তো কার্লোসের ফ্রিকিক
নেমে এলো অবসন্ন পিঠে

উড়ে যাবার আগে
চামড়া ঢাকা হাড়গোড় সহ
আস্ত শরীর থেকে
বিচ্ছিন্ন হলো সিসিক্যামেরা
আগুন রাস্তার ওপর
ছিটকে এসে পড়লো

জামলো মকদমের চোখ

আর মাত্র পনেরো কিলোমিটার দূরে
তার ফেলে আসা শৈশব আর
আব্বু-আম্মা-দাদা-দাদি -

চোখ পাথর হয়ে গেলেও
দৃষ্টি দৌড়ে চললো সেইদিকে

No comments:

Post a Comment