ভাঙা সেতু মাথার ভিতর – জলকামান মতিগতির বিরুদ্ধে -
হাতে পরিচয়পত্র ডুবসাঁতারের – তবু, এত নিশ্চেষ্ট কেন তরুরাজি ?
চেনটানা গাড়ি- স্থলসমুদ্র ঘরবাড়ির ভিতর- চাষবাস , আসবাবে
তথ্য ছাইপাঁশ – রক্তহীন রক্তদান শিবির – বেত হাতে নার্স – সারি
সারি সবুজ ঘাসের বিছানা – আর তখনই অকস্মাৎ পাখি ডাকছে
দূষণ কম হওয়ায় – অনেকদিনপর এ বসন্ত – কতদিন প্রার্থনা ছিলো
ভাঙা জানালার ওপারে এ বসন্তের – আজ বসন্ত , সত্যকারের বসন্ত –
এবার তবে রক্তপাত হোক – অর্বাচীন এ –টি- এমের , নিশ্চিত দুপুরের
সহবাস মৃতের সাথে – মায়াহীন দূরপ্রদেশের চিত্তহীন জারকরসের – কিন্তু,
কোথায় ঘুরে দাঁড়ানোর ঘোড়দৌড়, এ তো মহোৎসব পিশাচের আদ্য শ্রাদ্ধের-
কেননা সন্ধিক্ষণেও ছায়ার মাংস ছায়া খায় , মায়ার মাংস কায়া –
বহুদিন পর বসন্ত, সত্যকারের বসন্ত তবু আজ আবার আরো সত্য
বসন্তের আশায় ভাঙা জানালার এপারে আমি, ওপারে আরো নতুন কলিং বেল----
এপারে ভাঙা সেতু মাথার ভিতর... ।
No comments:
Post a Comment