"
Whereof one cannot speak, thereof one must be silent."
Ludwig Wittgenstein
তোমাদের এক গল্প বলি শোন
একটি মেয়ের গল্প! যেই রাতে সে নিঃশব্দে কেঁদে ছিল।
আসলে প্রতিরাতের অন্ধকার তাকে কাঁদতে বাধ্য করে।
ঘুমের শিরা কেটে কোনো এক মায়াবী মায়া তার সুখের স্বপ্নগুলোকে সরিয়ে রাখে দূরে।
কে সেই মেয়ে..? কেন সে সেই রাতে নিঃশব্দে কেঁদে ছিল..?
তার বুকে কি বাসা বেঁধে ছিল একযুগ নীরবতা..?
আজ প্রায় বছর খানেক হবে বোধ হয় কতগুলো গলির মোড়ে অজস্র যন্ত্রণা ঘুরে বেড়ায় তার সাথে।
মেয়েটার স্পন্দন এক শীতল শ্বেতপাথর ,
যার উপর সে হেঁটে চলে প্রতি রাতে।
কত দিন হয়ে গেল কোনো কথা বলেনি সে
কত দিন হয়ে গেল আজ সে কাউকে আর আগের মতন ভালোবাসেনি।
যাকে ভালোবাসা যায় "সেই পুরুষ আজও বুঝল না প্রেম মানে প্রথম নারীর দ্বিতীয় সত্তা।"
সে আজও বুঝল না তার মনের মনস্তাত্ত্বিক জটিলতা।
যেই রাতে সে তার প্রিয়জনদের কাছে পাবে বলে ভেবে ছিল,
সেই রাতেই তারা তাকে সরিয়ে দিয়েছিল এক আলোকবর্ষ দূরে।
যেই রাতে মেয়েটা তার দ্বিতীয় সত্তাকে টুঁটি টিপে মেরে ছিল..!
হ্যাঁ, সেই রাতেই সে নিঃশব্দে কেঁদে ছিল।
আজও সে কেঁদে চলে তার অশরীরী কান্না।
তুমিও শুনতে পাবে এক রবহীন ক্রন্দন,
যদি কান পাতো তার বুকের পাঁজরে।
তার জীবন এখন এক সেলাই মেশিন,
শুধু বুনে চলে মায়াহীন বন্ধন।
No comments:
Post a Comment