কবিতা
বছর খানেক
করণ দেবরায়
অাবার বছর খানেক পর,
হঠাৎ বাজা ফোনের হাতল ধরে
কানে তুলে,
গলার স্বর শুনে, রং নাম্বার বলেই
রেখে দাও যদি,
তোমার অবলীলায় অবহেলাকেও
ভালোবাসব অামি ৷
অাবার বছর পাঁচেক পর,
পুরনো কোনও বইয়ের
পাতার খাঁজে, যদি
অামার দেওয়া মরা গোলাপ খুঁজে,
হাতে নিয়ে, জানলা দিয়ে বাইরে ফেল তুমি,
তোমার দৃঢ় মানসিকতাকে
শ্রদ্ধা করব অামি ৷
অাবার বছর দশেক পর,
লেটার বক্সে, অামার চিঠি
পেলে, বর্ষার অপেক্ষায় বসে থেকে
কাগজের জাহাজ বানিয়ে,
জলে ভাসিয়ে দিলে,
তোমার অবান্তর কল্পনারও
প্রেমে পড়ব অামি ৷
অাবার বছর কুড়ি পর,
মাঝরাতের মন খারাপে
অামার স্মৃতি এলে,
বন্ধ ঘরে, একফোঁটাও যদি
চোখের জল না পড়ে,
তোমার নয়ন জোড়া কাজলের
সঙ্গী হব অামি ৷
অাবার বছর পঁচিশ পর,
পথের ধারে দেখতে পেলে
অামায়, অালতো হেঁসে
যদি মুখ ঘুরিয়ে নাও
অাবার বছর পঁচিশ,
তোমার অার একটা হাসির জন্য
অপেক্ষা করব অামি ৷
অপেক্ষা করব অামি ৷
No comments:
Post a Comment