কবিতা
অনন্ত তুমি
বন্দনা মিত্র
তুমি না সরস্বতী স্রোত ছুঁয়ে সত্য করেছিলে
তুমি বহুদিন উদাসীন সন্ন্যাসী বনে বনে ঘুরেছিলে
বৃক্ষের সঙ্গ পাবে বলে।
তোমার নখের ভাঁজে দুঃখের হলুদ চিহ্ণ আঁকা ছিল
কপালে ত্রিবলী ভাঁজ, অধর শুষ্ক ছিল অনাদরে।
পরিযায়ী পাখিদের মতো এ দেশ ওদেশ জুড়ে
খুঁজেছিলে অনন্ত বাসা বাড়ি, অপলক প্রেম।
ক্লান্তিতে দীর্ণ হয়ে ভেঙে যেতে যেতে
উঠোনে জিরোতে এসে অমনস্ক চলে গেছ
দিঘির শীতল জলে শান্তি খুঁজে নিয়ে।
তুমি নাকি কৌতূহলী প্রশ্ন তুলেছিলে
পৃথিবীর আহ্ণিক চলাচল সামঞ্জস্যহীন কেন?
তোমার ধমনী বেয়ে অনিচ্ছুক বয়ে গেছে
মানুষের ঈর্ষা মাখা কালো জল।
তুমি না সন্ধ্যাবেলা স্বর্গ ও বসুধার পাঁচিঁলের পাড়ে
একা একা বসেছিলে শান্তি চেয়ে, গান চেয়ে
শৈশবের ফেলে আসা ভালবাসা চেয়ে?
এইসব ঘরছাড়া পাগলের মতো ইচ্ছাসুখে
সন্তরণশীল তোমার নিস্পন্দ শব
আজ দেখো নির্বিকার ভেসে আছে
হৃদয়ের পরিত্যক্ত সরোবরে।
তুমি না সরস্বতী স্রোত ছুঁয়ে সত্য করেছিলে
তুমি বহুদিন উদাসীন সন্ন্যাসী বনে বনে ঘুরেছিলে
বৃক্ষের সঙ্গ পাবে বলে।
তোমার নখের ভাঁজে দুঃখের হলুদ চিহ্ণ আঁকা ছিল
কপালে ত্রিবলী ভাঁজ, অধর শুষ্ক ছিল অনাদরে।
পরিযায়ী পাখিদের মতো এ দেশ ওদেশ জুড়ে
খুঁজেছিলে অনন্ত বাসা বাড়ি, অপলক প্রেম।
ক্লান্তিতে দীর্ণ হয়ে ভেঙে যেতে যেতে
উঠোনে জিরোতে এসে অমনস্ক চলে গেছ
দিঘির শীতল জলে শান্তি খুঁজে নিয়ে।
তুমি নাকি কৌতূহলী প্রশ্ন তুলেছিলে
পৃথিবীর আহ্ণিক চলাচল সামঞ্জস্যহীন কেন?
তোমার ধমনী বেয়ে অনিচ্ছুক বয়ে গেছে
মানুষের ঈর্ষা মাখা কালো জল।
তুমি না সন্ধ্যাবেলা স্বর্গ ও বসুধার পাঁচিঁলের পাড়ে
একা একা বসেছিলে শান্তি চেয়ে, গান চেয়ে
শৈশবের ফেলে আসা ভালবাসা চেয়ে?
এইসব ঘরছাড়া পাগলের মতো ইচ্ছাসুখে
সন্তরণশীল তোমার নিস্পন্দ শব
আজ দেখো নির্বিকার ভেসে আছে
হৃদয়ের পরিত্যক্ত সরোবরে।
No comments:
Post a Comment