কবিতা - সমুদ্র লায়েক



কবিতা


কোথাও জল নেই

সমুদ্র লায়েক



কুলকুল বয়ে যায় মন্থর হাওয়া
প্রজাপতি নাচে পাখির গানে
সবুজ ঘাস শুকিয়ে গেছে কবে!

একটু জল হবে?

কোথা থেকে আসে এ চিৎকার
একটু জল হবে?

কুঁড়ে ঘরের দরজা ঠেলে দেখি
মানুষের কঙ্কাল---রক্ত নেই,
প্রাণ নেই , জল নেই---

জল, জল, জল
গর্জে কাঁদে রুক্ষ পাহাড়
তার বুকে আছে বালি
চুড়াও আছে, কিন্তু
জল নেই!

সব নিস্তব্ধ---
কোথাও দয়া নেই,
মানুষ নেই,
ঘৃণাও নেই।
জল নেই।

ভেড়া নিয়ে নেমে আসে
একটা রাখাল ছেলে,
তার গায়ে রক্ত নেই---
কোথাও জল নেই
হেঁটে চলেছে সূর্যাস্তের দিকে!

No comments:

Post a Comment