দু-পিঠ
বৈজয়ন্ত রাহা
১
সব দেখিয়ে দিও না, কিছুটা রহস্য রাখো,
নইলে কিভাবে যাবে নিরুপায় অতিক্রম করে?
প্রেমিকের বেশ খুলে নগ্নাতুর নির্জনতা আঁকো,
কথা হচ্ছে ফিরে যাওয়া, চুম্বনের, ঠোঁটের উপরে...
বাকিটুকু হারিয়েছে খেই ;
২
এইতো সেদিনও ছিলে, এখন অন্য কেউ ছিঁড়েখুঁড়ে খায়,
শান্ত বিকেল মাঠ গ্রীষ্মের দাবদাহ পায়,
এইতো সেদিনও গান, চুপিচুপি প্রলয়নুপূর,
কেমন কাটাও তুমি প্রেমিকের কবিতা-দুপুর?
এই প্রশ্নে কেঁপে ওঠে মাটি?
ঘরে ঢুকে খোঁজ নিল শরীরের 'রা' টি?
উপসংহার নেই?
No comments:
Post a Comment