কবিতা - কালীকৃষ্ণ গুহ



কবিতা


পুণ্যিপুকুর

কালীকৃষ্ণ গুহ



দিঘির পাড়
অন্ধকার

পাতা ঝরছে
তমালগাছে

নীরব আলোয়
দিন ফুরালো

রাত্রি আসে
পত্রসায়র

আকাশপাড়ে
অনেক তারা

এক বিদেশী
দানশাফকির

অন্ধ পথিক
পথপ্রদর্শক

দিগ্‌বিদিকের
নীড়বিবাগী

একখানি গান
অনেক উঠান

পুরোনো সুর
পুণ্যিপুকুর

No comments:

Post a Comment