কবিতা
নিয়মিত
রাজা ভট্টাচার্য
আজকে আমি ভীষণ সরকারী
পাকা মাঝির শক্ত হাতে হাল;
আজকে আমি নিখাদ সংসারী,
তোমার কথা ভাববো আমি কাল।
কালের পরে কালের পরে কাল
হেঁটেছি আমি হেঁটেছি ক্রমাগত
এতটা কাল হাঁটার পরে দেখি -
প্রতিটি দিন গতকালের মতো।
গতকালের মতন বহুদিন
নিয়মমতো হেঁটেছি পায়ে পায়ে
তোমাকে ভেবে নিবিড় বেদনাতে
এখনও - দেখো! পুলক লাগে গায়ে।
কি অকারণে কাঁদালে তুমি মোরে
করুণাহীন ভালোবাসার ঘায়ে!
থাকুক তবে আঘাত সম্বল,
আঘাত আমি মেখেছি সারা গায়ে।
'আজ'টা তবে এইভাবেই যাক -
নিয়মমতো বাঁধানো পথে ঘুরে,
তোমার কথা আগামীকাল হবে।
আগামী! তুমি এখনও কতদূরে?
🙏🙏🙏🙏
ReplyDeleteআহাঃ....
ReplyDeleteবাঃ - দারুন।
ReplyDelete