কবিতা : বহ্নিশিখা সরকার



কবিতা


রাই জাগানিয়া
বহ্নিশিখা সরকার



বেয়াড়া চোখের জল নিয়মকানুনকে
     বুড়োআঙুল দেখিয়ে
     ম্যারাথন করে শুকনো গালের জমিনে।
     নিকোটিন চেনা ফুসফুসে অচেনা পদাবলী লিখে যায়।

স্যারিডন প্রেমে রাধিকা আমার আকুলি-বিকুলি—
ভুলেছে শ্যাম, ভুলেছে তার বাঁশি।
এখন দুচোখ খোঁজে বয়স কমানোর ক্রিম,
এক্সেল সাইজের কুর্তা অথবা
     আর সব জাগতিক জঞ্জাল,
কেউ কি জানতে চায় কোনোদিন
রাই বিনোদিনীর শূন্য ঠোঁটের কাফিলা
     কোন মুসাফির খোঁজে?

‘মেয়ে দিবস’ থেকে ‘মে দিবস’,
‘সানন্দা’ থেকে ‘সুখী গৃহকোণ’—
     রাধার ব্রজভূমি...
যৌবনের পাশের বিশেষণ
সরতে থাকে একটু একটু করে
‘উদ্ভিন্ন’ থেকে ‘বিগত’
যেমন সরছে রোজ পৃথিবী তার কক্ষপথ থেকে...

সময় কৃষ্ণের আরেক নাম।

No comments:

Post a Comment