কবিতা : সুবীর বোস



কবিতা


এবং আরব্য রজনী
সুবীর বোস




মেঘলা আরব্য রজনীর মূল মেনুতে সেদিন একবৌদি রান্নাঘর
আর লন্ঠনের আলোয় লালচে হয়ে ওঠা এক বৌদির মুখ!
খুব স্বাভাবিক - আলোচনায় একে একে উঠে এল স্লিভলেস মটরশুঁটির শরীর,
মৃত্যুর সামান্য আগেও পাহাড় দেখার প্রবল ইচ্ছে,
ইষৎ একুশের চপল ঘুঙুর,
ধোঁয়ার বিস্তার,
আর একদম শেষে – শহরের বেড়ে ওঠা নখ।
মাইরি বলছি
প্রবল ছাপানো ওইসব মেনু একসময় যেন আগুন টুকে নিচ্ছিল
তাই অমার্জিত দেশলাইকে ব্যাকগ্রাউন্ডে রেখে বারুদ খুঁজতে গিয়েছিলাম
দেখি, না পাওয়া মানুষী ছন্দে ভরে গেছে সে ডাকবাংলোর সন্ধ্যা।

আজ এতদিন পরেও তাই আরব্য রজনী ভাবলে
মূল মেনুতে সেই একবৌদি রান্নাঘর, লন্ঠনের আলোয় লালচে হয়ে ওঠা...

No comments:

Post a Comment