কবিতা
হেমন্তের হাওয়ায় ম্যাপল পাতারা
রানা পাল
পাহাড়ি পথের বাঁকে, অনেক রোদ ছিল
একটি ছায়া নিয়ে তুমি দাঁড়িয়ে ছিলে
ম্যাপল পাতারা হেমন্তের হাওয়ার সঙ্গে উড়ে
ছড়িয়ে পড়ছিল তোমার চারপাশে
তোমার কাছেই ছিলাম
পৌঁছতে পারিনি ওই জাল বোনা রোদের রেখায়
বইয়ের ভাঁজের ম্যাপল পাতাটা আর আনা হয়নি
হয়তো কোনোদিন আবার
হ্রদের দোসর সেই মসৃণ পথে
তোমার পাশে হাঁটতে হাঁটতে
নভেম্বরের রোদ কুড়িয়ে আনব
ততদিন হেমন্তের হাওয়ায় ম্যাপল পাতারা উড়ুক।
No comments:
Post a Comment