কবিতা
লুব্ধক সাক্ষী
জয়া চৌধুরী
রাত যখন কথা বলে ওঠে নিজের ভাষায়
আঙুলের ডগা দিয়ে ছুঁই ওর প্রতিটি চুড়া
প্রতি অঙ্গ কাঁদে তখন ওর প্রতি অঙ্গ লাগি
টেবিলে শুইয়ে দিই তখন আদরের পূর্ণ অনুভূতি
পাতলা করে ফ্রাই এর মত পরত কেটে স্তূপ করতে করতে
শূন্যতা জুড়ে বসে ফাঁকা বুক শুধু
শূন্যতাকে পাল্টে দিই মুহূর্তে পারিবারিক ভোজনে
সুখের বেসন কর্ণ ফ্লাওয়ারের জোড়ে হাসি হাসি
নির্মোহ আনন্দ দেখতে থাকে বড় মানুষের ছেলেমানুষি।
ভালোবাসা মন্দবাসার মাঝখানে লুকিয়ে থাকাও।
ওকেই আমি মন দিয়েছি
ওর জন্যই আজও চিঠি লিখি গোলাপের আবিরে
ওকেই সঙ্গে নিয়ে ডুববো আদরভাসি জলে
ওকেই বলেছি ধ্রুবতারা সাক্ষী রেখে
যদিদং হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম...
No comments:
Post a Comment