কবিতাঃ সত্যপ্রিয় মুখোপাধ্যায়




কবিতা


বাংলাভাষা 

সত্যপ্রিয় মুখোপাধ্যায় 

বাংলাভাষা কোথায় বেঁচে আছে? 
বাংলাদেশের ডুমুর-ডালিম গাছে। 
নরম মাটি, পাখ-পাখালির বাসা- 
রক্তে বাজে বাংলাদেশের ভাষা। 
মেঘ-রোদ্দুর বৃষ্টি টাপুর-টুপুর, 
বাংলাভাষাই করছে দেখ উপুড়। 
ঘুমের ঘরে বাংলাভাষা এসে 
দরজা খুলে স্বপ্নে গিয়ে মেশে। 

খুন-বিলোনো উদার শহীদ – তাদের মনে পড়া, 
বাংলাভাষা একুশ এবং উনিশ দিয়ে গড়া। 
কুল-কুলিয়ে পদ্মানদীর সুজন বন্ধু পানি 
বলছে আমি বাংলা, শুধু বাংলাভাষাই জানি। 

ডুবছে ডিঙি, বাংলা কোথায় পাবে? 
বাংলাদেশেই বাংলা থেকে যাবে।


No comments:

Post a Comment